মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৫৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫৭। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কাহারও (শাসক বা বিচারকের) নিকট সুপারিশ লইয়া যায় এবং পরে তাহার নিকট হাদিয়া পাঠায় আর তিনি সেই হাদিয়া কবুল করেন, তবে তিনি সুদের ফটকসমূহের মধ্য হইতে একটি বিরাট ফটকে প্রবেশ করিলেন। – আবু দাউদ
كتاب الإمارة والقضاء
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এই কাজটিকে সুদের সাথে উদাহরণ দেওয়া হইয়াছে। অর্থাৎ, সুদ যেমন হারাম, হাদিয়াও অনুরূপ হারাম। অথবা সুদের ন্যায় ইহাও গর্হিত কাজ। অথবা সুদে যেমন শ্রম ব্যতীত আয় ও উপার্জন হয়, অনুরূপভাবে উক্ত উপঢৌকনও উপার্জন করিল। মোটকথা, উভয়কে এমন কাজ করিতে নিষেধ করা হইয়াছে।