মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭১৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭১৩। হযরত আবু যর (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিয়াছেন ছয় দিন তুমি অপেক্ষা কর। উহার পর আমি তোমাকে কিছু কথা বলিব। সপ্তম দিন তিনি আমাকে বলিলেন, আমি তোমাকে (১) খোদাকে ভয় করিবার জন্য অসিয়ত করিতেছি, চাই গোপনে হউক কিংবা প্রকাশ্যে। (২) যখন তুমি কোন মন্দ কাজ করিয়া বস তখন সঙ্গে সঙ্গে নেক (ভাল) কাজও করিয়া ফেলিবে। (কেননা, নেকী উক্ত মন্দ কাজকে ধ্বংস করিয়া দেয়।) (৩) কখনও কাহারও কাছে কোন কিছুর 'সওয়াল' করিও না, যদিও তোমার ছড়ি নীচে পড়িয়া যায়। (অর্থাৎ, তুমি সওয়ারীর উপরে আরোহিত, এমতাবস্থায় যদি তোমার হাতের চাবুকটি নীচে পড়িয়া যায়, তবুও উহা তুলিয়া দেওয়ার জন্য কাহারও নিকট সওয়াল করিও না।) (৪) তুমি কাহারও আমানত গ্রহণ করার দায়িত্ব লইও না। (কারণ, উহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা মুশকিল; অন্যথায় তুমি আত্মসাৎকারীরূপে পরিণত হইবে।) (৫) দুইজনের মধ্যেও বিচারক হইও না। (কেননা, শাসক ন্যায়পরায়ণ না হইলে তাহার জন্য কঠোর ভীতি প্রদর্শন করা হইয়াছে।)
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِتَّةَ أَيَّامٍ اعْقِلْ يَا أَبَا ذَرٍّ مَا يُقَالُ لَكَ بَعْدُ» فَلَمَّا كَانَ الْيَوْمُ السَّابِعُ قَالَ: «أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ فِي سِرِّ أَمْرِكَ وَعَلَانِيَتِهِ وَإِذَا أَسَأْتَ فَأَحْسِنْ وَلَا تَسْأَلَنَّ أَحَدًا شَيْئًا وَإِنْ سَقَطَ سَوْطُكَ وَلَا تَقْبِضْ أَمَانَةً وَلَا تَقْضِ بَيْنَ اثْنَيْنِ»