মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭১০
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭১০। হযরত আবু যর (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) (আমাকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ আমার (ওফাতের) পরে তোমরা তোমাদের ইমাম বা শাসকদের সহিত কি ধরনের ব্যবহার করিবে? যখন তাহারা কাফেরদের নিকট হইতে খেরাজ ও জিযিয়া (খাজনা ও কর) উসুল করিয়া এককভাবে নিজেরাই ভোগ করিবে বা স্বজনপ্রীতি করিবে, প্রকৃত হকদারদিগকে দিবে না। (অর্থাৎ, তখন কি তোমরা ধৈর্যধারণ করিবে, নাকি তাহাদের সহিত মোকাবেলা করিবে।) আবু যর (রাঃ) বলেন, উত্তরে আমি বলিলাম, সেই মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী করিয়া পাঠাইয়াছেন। অবশ্যই আমি আমার তলোয়ার নিজের কাঁধের উপর তুলিয়া নিব, অতঃপর আপনার সহিত সাক্ষাৎ লাভ করা (অর্থাৎ, মৃত্যু) পর্যন্ত তাহাদের সহিত যুদ্ধ করিব। তখন হুযুর (ﷺ) বলিলেন, আমি কি তোমাকে উহা হইতে উত্তম কাজের কথা বর্ণনা করিব না ? তাহা হইল এই, আমার সহিত সাক্ষাৎ হওয়া পর্যন্ত (অর্থাৎ, মৃত্যু পর্যন্ত) তুমি ধৈর্যধারণ কর। –আবু দাউদ
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْتُمْ وَأَئِمَّةً مِنْ بَعْدِي يَسْتَأْثِرُونَ بِهَذَا الْفَيْءِ؟» . قُلْتُ: أَمَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ أَضَعُ سَيْفِي عَلَى عَاتِقِي ثُمَّ أَضْرِبُ بِهِ حَتَّى أَلْقَاكَ قَالَ: «أَوَلَا أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ؟ تَصْبِرُ حَتَّى تَلقانِي» . رَوَاهُ أَبُو دَاوُد
