মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭০৮
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭০৮। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ শাসক যখন জনসাধারণের দোষত্রুটি অন্বেষণ করে, তখন তাহাদেরে অনিষ্টের দিকে নিয়া যায়। —আবু দাউদ
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْأَمِيرَ إِذَا ابْتَغَى الرِّيبَةَ فِي النَّاسِ أَفْسَدَهُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
শাসক যদি শাসিতের খুঁটিনাটি দোষত্রুটি খুঁজিয়া বেড়ায়, তখন তাহাদের সামাজিক ও নৈতিক কাঠামো ভাঙ্গিয়া পড়ে। কেননা, ছোটখাটো দোষত্রুটি হইতে মানুষ খুব কমই বাঁচিয়া থাকিতে পারে। কাজেই, এই জাতীয় দোষ-অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই বাঞ্ছনীয়। হুযূর (ﷺ) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে তাহার কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখিবে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার দোষ গোপন রাখিবেন। তাই কথিত আছে, প্রজার প্রতি যেই রাজার কুদৃষ্টি পড়ে, সেই রাজ্যে শান্তি তিরোহিত হইয়া যায়।
