মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯৮
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৬৯৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অভিসম্পাত শাসকদের উপর, অভিসম্পাত মাতব্বরদের উপর, অভিসম্পাত আমানতদারদের উপর। বহু লোক কিয়ামতের দিন এই আকাঙ্ক্ষা প্রকাশ করিবে, কতই না উত্তম হইত যদি তাহার কপালের চুল ধ্রুবতারার সাথে বাঁধিয়া দেওয়া হইত আর সে আসমান ও যমীনের মাঝখানে ঝুলিতে থাকিত, তবুও তাহাদিগকে সেই সব নেতৃত্ব না দেওয়া হইত। —শরহে সুন্নাহ্ ও আহমদ। আর আহমদের এক রেওয়ায়তে আছে, যদি তাহাদের কপালের কেশগুচ্ছ ধ্রুবতারার সাথে বাঁধিয়া দেওয়া হইত আর তাহারা আসমান ও যমীনের মাঝখানে ঝুলিতে থাকিত, ঐসমস্ত নেতৃত্ব ও পদমর্যাদা লাভ করার চাইতে অনেক উত্তম হইত।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأُمَرَاءِ وَيْلٌ لِلْعُرَفَاءِ وَيْلٌ لِلْأُمَنَاءِ لَيَتَمَنَّيَنَّ أَقْوَامٌ يَوْمَ الْقِيَامَةِ أَنَّ نَوَاصِيَهُمْ مُعَلَّقَةٌ بِالثُّرَيَّا يَتَجَلْجَلُونَ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَأَنَّهُمْ لَمْ يَلُوا عَمَلًا» . رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ» وَرَوَاهُ أَحْمد وَفِي رِوَايَته: «أنَّ ذوائِبَهُم كَانَتْ مُعَلَّقَةً بِالثُّرَيَّا يَتَذَبْذَبُونَ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ ولَمْ يَكُونُوا عُمِّلوا على شَيْء»
হাদীসের ব্যাখ্যা:
امراء বহুবচন, একবচনে امير -এর অর্থ, শাসক বা খলীফা। عرفاء বহুবচন, একবচনে امين এর অর্থ, গোত্র বা বংশের সরদার, মাতব্বর। امناء বহুবচন, একবচনে عريف -এর অর্থ, আমানতদার বা যিম্মাদার। হাদীসের উদ্দেশ্য হইল, কিয়ামত দিবসের অপমানের চাইতে এইভাবে ঝুলিয়া থাকাকেই অনেক শ্রেয়ঃ মনে করিবে।
