মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৭৮
প্রথম অনুচ্ছেদ
৩৬৭৮। হযরত আরফাজা (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি কোন ব্যক্তি বৈধ ও নির্বাচিত খলীফার বিরুদ্ধাচরণ করার সংকল্প লইয়া তোমাদের নিকট আসে, অথচ অবস্থা হইল এই যে, তোমরা কোন একজন খলীফা বা শাসকের আনুগত্যে ঐক্যবদ্ধ রহিয়াছ। তবে যে লোক তোমাদের সেই ঐক্য ও সংহতিকে বিনষ্ট করার উদ্দেশ্য লইয়া মাথাচাড়া দিয়া উঠিয়াছে, তাহাকে কতল করিয়া দাও। –মুসলিম
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ عَلَى رَجُلٍ وَاحِدٍ يُرِيدُ أَنْ يَشُقَّ عَصَاكُمْ أوْ يُفرِّقَ جماعتكم فَاقْتُلُوهُ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ان يشق عصاكم দ্বারা ঐক্য ও সংহতিকে নষ্ট করা বুঝায়। কেননা, অনেক লোকের ঐক্যবদ্ধ সংহতিকে একটি লাঠির সাথে তুলনা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান