মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৭৬
প্রথম অনুচ্ছেদ
৩৬৭৬। হযরত আবু সায়ীদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি একই সময়ে দুইজন খলীফা বায়আতের দাবী করে, তখন তাহাদের দ্বিতীয় জনকে কতল করিয়া ফেল। -মুসলিম
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بُويِعَ لِخَلِيفَتَيْنِ فاقتُلوا الآخِرَ منهُما» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এইখানে 'কতল করা'র অর্থ হইল, তাহার বায়আত পরিহার কর। কেননা, উহা হইবে তাহাকে অপমান করা, আর অপমানকে কতলরূপে আখ্যায়িত করা হইয়াছে। অথবা কতল অর্থ কিতাল অর্থাৎ, তাহার সাথে প্রয়োজনে যুদ্ধ কর। যেমন, আল্লাহর কালামঃ जকরে। অথবা কতলকে তাহার প্রকৃত অর্থে লওয়া যাইতে পারে। কেননা, দ্বিতীয়জন হইবে বিদ্রোহী এবং বিদ্রোহীকে হত্যা করা জায়েয।
