মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৬৮
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৬৬৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ যদি কেহ তাহার শাসককে অপছন্দনীয় কিছু করিতে দেখে, তবে তাহার ধৈর্যধারণ করা উচিত। কেননা, যে কেহ ইসলামী জামাআত বা সংগঠন হইতে এক বিঘত পরিমাণ দূরে সরিয়া গেল এবং এমতাবস্থায় তাহার মৃত্যু হইল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করিল। মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من رأى أميره يَكْرَهُهُ فَلْيَصْبِرْ فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ يُفَارِقُ الْجَمَاعَةَ شبْرًا فَيَمُوت إِلَّا مَاتَ ميتَة جَاهِلِيَّة»

হাদীসের ব্যাখ্যা:

শাসকের অপছন্দনীয় কাজে বাধা বা প্রতিবাদ করার অনুমতি আছে; কিন্তু তাই বলিয়া আনুগত্য ত্যাগ করা মারাত্মক ভুল। একাকী দ্বীন কায়েম করা তো দূরের কথা, রক্ষা করাটাও মুশকিল। সুতরাং জামাআত হইতে বিচ্ছিন্ন থাকিয়া যে লোক মৃত্যুবরণ করিল, সে যেন জাহেলিয়াতের উপরই মরিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৬৮ | মুসলিম বাংলা