মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৬২
প্রথম অনুচ্ছেদ
৩৬৬২। হযরত উম্মুল হুসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি কোন বিকলাঙ্গ কুৎসিত ক্রীতদাসকেও তোমাদের শাসক নিযুক্ত করা হয় এবং সে তোমাদিগকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করে, তবে তোমরা অবশ্যই তাহার আদেশ-নিষেধ মানিয়া চল এবং তাহার আনুগত্য কর। – মুসলিম
وَعَنْ أُمِّ الْحُصَيْنِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ مُجَدَّعٌ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطيعُوا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

مجدع নাক, কান ইত্যাদি কর্তিতকে 'মুজাদ্দা' বলা হয়। শাসক বা নেতার আনুগত্য ততক্ষণ পর্যন্ত ওয়াজিব থাকে, যতক্ষণ নাগাদ সে আল্লাহর কিতাব ও রাসূলের হাদীস তথা আল্লাহর দ্বীনের অধীনে আদেশ-নিষেধ করে। কিন্তু যদি উহার বিপরীত আদেশ করে, তখন আর তাহার আনুগত্য করিতে নাই। রাসূলের হাদীস لا طاعة لمخلوق في معصية الخالق অর্থঃ আল্লাহর নাফরমানী হয় এমন কাজে কোন মানুষের আনুগত্য করা জায়েয নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৬২ | মুসলিম বাংলা