মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৫৫
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ্ তা'আলা বেহেশত হারাম করিয়া দিয়াছেন। নিত্য মদ পানকারী (মদ্যপায়ী), পিতা-মাতার নাফরমান — অবাধ্য লোক এবং দাইউস, অর্থাৎ, যে লোক তাহার পরিবারের কুকর্মকে স্বীকৃতি দেয়। —আহমদ ও নাসায়ী
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

الديوث ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। স্ত্রীকে (অন্যের) গায়রে মাহরামের সাথে উঠাবসা করিতে দেয়, যিনার দিকে আহ্বান করে, এমন সব কাজের মধ্যে লিপ্ত রাখে। নিজে মদ্যপান করে, স্ত্রী সহবাস করিয়া গোসল করে না। মোটকথা, যাবতীয় গুনার কাজে লিপ্ত থাকে এবং স্ত্রীকেও লিপ্ত রাখে ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান