মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬২৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দুআ না করা
৩৬২৯। হযরত আলী (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি এমন কোন অপরাধ করিল, যাহার সাজা নির্ধারিত আছে। আর দুনিয়াতে উহা তাহার উপর কার্যকরীও করা হইয়াছে, আল্লাহ্ তা'আলা তাহার বান্দার প্রতি সর্বাধিক ন্যায়পরায়ণ। তিনি ন্যায়কে খুব বেশী পছন্দ করেন। সুতরাং (আশা করা যায় যে,) তাহাকে পরকালে দ্বিতীয়বার সাজা দিবেন না। আর যে ব্যক্তি কোন অপরাধ করিল, অথচ আল্লাহ্ তাহার সেই অপরাধকে গোপন করিয়া রাখিয়াছেন এবং শাস্তি প্রয়োগ হইতে অব্যাহতি দিয়াছেন। আল্লাহ্ তা'আলা অত্যন্ত দয়ালু, সুতরাং (আশা করা যায় যে,) পরকালে তাহাকে ঐ অপরাধে আর সাজা দিবেন না, যাহা দুনিয়াতে তিনি ক্ষমা করিয়া দিয়াছেন। — তিরমিযী ও ইবনে মাজাহ্ । আর তিরমিযী এই হাদীসটিকে গরীব বলিয়াছেন।
كتاب الحدود
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَصَابَ حَدًّا فَعُجِّلَ عُقُوبَتَهُ فِي الدُّنْيَا فَاللَّهُ أَعْدَلُ مِنْ أَنْ يُثَنِّيَ عَلَى عَبْدِهِ الْعُقُوبَةَ فِي الْآخِرَة وَمن أصَاب حد فستره اللَّهُ عليهِ وَعَفَا عَنْهُ فَاللَّهُ أَكْرَمُ مِنْ أَنْ يَعُودَ فِي شَيْءٍ قَدْ عَفَا عَنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
هَذَا الْبَاب خَال عَن الْفَصْل الثَّالِث
هَذَا الْبَاب خَال عَن الْفَصْل الثَّالِث