মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬২৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দুআ না করা
৩৬২৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি, যাহার নাম ছিল আব্দুল্লাহ্ এবং হিমার (গাধা) উপাধিতে পরিচিত ছিল। সে তাহার আচরণে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইত। মদ্য পানের অপরাধে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একবার চাবুক মারিয়াছিলেন। আবার একদিন তাহাকে এই অপরাধে হুযূর (ছাঃ)-এর নিকট আনা হুইল। তিনি নির্দেশ করিলেন, তখন তাহাকে চাবুক মারা হইল। তখন উপস্থিত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল, তাহার উপর আল্লাহ্র অভিসম্পাত বর্ষিত হউক। কতবারই না তাহাকে এই অপরাধে আনা হইল ? ইহাতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তাহার উপর লা'নত করিও না। আল্লাহর কসম! আমি তাহার সম্পর্কে জানি যে, সে আল্লাহ্ এবং তাঁহার রাসূলকে মহব্বত করে। -বুখারী
كتاب الحدود
بَابُ مَالَا يُدْعٰى عَلَى الْمَحْدُوْدِ: الْفَصْل الأول
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رجلا اسمُه عبدُ اللَّهِ يُلَقَّبُ حمارا كَانَ يُضْحِكُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَلَدَهُ فِي الشَّرَابِ فَأُتِيَ بِهِ يَوْمًا فَأَمَرَ بِهِ فَجُلِدَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللَّهُمَّ الْعَنْهُ مَا أَكْثَرَ مَا يُؤْتَى بِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تلعنوه فو الله مَا عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

সাজাপ্রাপ্তির পর সে ব্যক্তি এক পর্যায়ে পবিত্র হইয়া যায়। যদিও ইমামদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে যে, শরয়ী দণ্ডপ্রাপ্তির দরুন অপরাধীর সমস্ত অপরাধ মাফ হইয়া যায় কিনা। ইমাম আবু হানীফা (রঃ) বলেন, তাহার অপরাধ পুরাপুরি মাফ হয় না। অবশ্য আশা করা যায় যে, আল্লাহ্ তাহাকে দ্বিতীয়বার সাজা দিবেন না। আল্লাহ্ পাক বলেনঃ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ ........ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ অবশ্য আশা করা যায় যে, এই অপরাধের কারণে দুনিয়াতে একবার শাস্তিপ্রাপ্তির পর আল্লাহ্ পাক তাহাকে পুনরায় শাস্তি দিবেন না। তাই হুযূর (ﷺ) সাজাপ্রাপ্ত ব্যক্তির জন্য বদ দো'আ না করিয়া বরং নেক দো'আ করিতে আদেশ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান