মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬০৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৪। আর শরহে সুন্নাহর মধ্যে চোরের হাত কাটা প্রসঙ্গে নবী (ﷺ) বলিয়াছেনঃ তাহার হাত কাটিয়া দাও এবং গরম তৈলে তাহা (ক্ষত স্থান) দাগাইয়া দাও ।
كتاب الحدود
وَرُوِيَ فِي شَرْحِ السُّنَّةِ فِي قَطْعِ السَّارِقِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْطَعُوهُ ثمَّ احسموه»
tahqiqতাহকীক:তাহকীক চলমান