মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৯১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯১। হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঢাল চুরির দায়ে চোরের হাত কাটিয়াছেন (অর্থাৎ, হাত কাটার নির্দেশ দিয়াছেন) যাহার মূল্য ছিল। তিন দেরহাম। — মোত্তাঃ -
كتاب الحدود
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَطَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سَارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلَاثَةُ دَرَاهِمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান