মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৮৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৪। উক্ত রাযীনের আরেক রেওয়ায়ত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ) এই কুকর্মে লিপ্ত উভয়কেই আগুনে পোড়াইয়া দিয়াছেন এবং হযরত আবু বকর (রাঃ) তাহাদের উভয়কে দেওয়াল চাপা দিয়া হত্যার নির্দেশ দিয়াছে।
كتاب الحدود
وَفِي رِوَايَةٍ لَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عليَّاً رَضِي الله عَنهُ أحرَقَهما وَأَبا بكرٍ هدم عَلَيْهِمَا حَائِطا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৮৪ | মুসলিম বাংলা