মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৭৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, বকর ইবনে লাইস গোত্রের এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট আসিয়া চারিবার এই স্বীকারোক্তি করিল যে, সে (অমুক) একটি মহিলার সঙ্গে যিনা করিয়াছে। লোকটি ছিল অবিবাহিত। তাই হুযূর (ﷺ) তাহাকে একশত চাবুক মারেন। অতঃপর তিনি মহিলাটির বিরুদ্ধে তাহার কাছে প্রমাণ চাহিলেন, (কিন্তু সে উহা পেশ করিতে পারিল না।) মহিলাটি দাবী করিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম, লোকটি মিথ্যা বলিয়াছে। সুতরাং এইবার তিনি লোকটিকে হদ্দে কযফ্ (মিথ্যা অভিযোগের শাস্তি) প্রদান করিলেন। —–আবু দাউদ
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا مِنْ بَنِي بَكْرِ بْنِ لَيْثٍ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَرَّ أَنَّهُ زَنَى بِامْرَأَةٍ أَرْبَعَ مَرَّاتٍ فَجَلَدَهُ مِائَةً وَكَانَ بِكْرًا ثُمَّ سَأَلَهُ الْبَيِّنَةَ عَلَى الْمَرْأَةِ فَقَالَتْ: كَذَبَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ فَجُلِدَ حَدَّ الْفِرْيَةِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হদে কযফ হইল আশি দোররা মারা। যে ব্যক্তি কাহারও উপর যিনার অভিযোগ আনে; কিন্তু সাক্ষ্য-প্রমাণ পেশ করিতে অপারক হয়, তাহার উপর এই শাস্তি প্রযোজ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান