মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৭৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি আমার উম্মতের উপর সবচাইতে বেশী যেই জিনিসের ভয় করি, তাহা হইল হযরত লূত (আঃ)-এর কওমের (ন্যায়) কুকর্ম। – তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي عَمَلُ قَوْمِ لُوطٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইহা এমন একটি সামাজিক ও নৈতিক ব্যাধি, যেই জাতির মধ্যে এই রোগ দেখা দেয়, সেই জাতি অচিরেই ধ্বংস হইয়া যায়। বস্তুতঃ যে জাতি নৈতিক দেউলিয়াপনায় পৌঁছিয়া যায়, তাহাদের ধ্বংস অনিবার্য। (নাঊযুবিল্লাহ্)