মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৭৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি জানোয়ারের সঙ্গে কুকর্ম (সঙ্গম) করে, তাহাকে হত্যা করিয়া ফেল এবং তাহার সাথে ঐ জানেয়ারটিকেও হত্যা করিয়া ফেল। ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, জানোয়ারটিকে কেন হত্যা করা হইবে? (তাহার দোষ কি ?) উত্তরে তিনি বলিলেন, এই সম্পর্কে আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে কিছুই শুনি নাই। তবে আমি মনে করি, ঐ জানোয়ারের গোশত খাওয়া কিংবা উহা হইতে কোনভাবে উপকৃত হওয়াকে তিনি অপছন্দ করিয়াছেন। কেননা, জানোয়ারটির সাথে এই কুকর্মটি করা হইয়াছে। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ وَاقْتُلُوهَا مَعَهُ» . قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَا شَأْنُ الْبَهِيمَةِ؟ قَالَ: مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ شَيْئا وَلَكِن أره كَرِهَ أَنْ يُؤْكَلَ لَحْمُهَا أَوْ يُنْتَفَعَ بِهَا وَقَدْ فُعِلَ بِهَا ذَلِكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

জানোয়ারটিকে কতল করা কিংবা জ্বালাইয়া-পোড়াইয়া ফেলার জন্য হুকুম দেওয়ার মানে হইল, এমনও তো হইতে পারে, ঐ জানোয়ারের পেট হইতে মানুষের আকৃতিতে জানোয়ার কিংবা জানোয়ারের আকৃতিতে মানুষ জন্মলাভ করিতে পারে। অথবা ঐ জানোয়ার দ্বারা মালিক বেচারা লোক সমাজে লজ্জিত ও অপমানিত হইতে থাকিবে। আর মানুষ সর্বদা উহাকে ঘৃণার সাথে চিহ্নিত করিতে থাকিবে এবং এই পশু হইতে দুধ খাওয়া, গোশত খাওয়া কিংবা বাচ্চা লাভ করা পছন্দ করিবে না। অবশ্য ফতোয়ার কিতাবসমূহে বর্ণিত হইয়াছে যে, জানোয়ারটিকে অনেক দূরে কোথাও বিক্রয় করিয়া দিলেও চলিবে, যেইখানের লোক এই ঘটনা অবহিত নহে। তবে চারি ইমামের মতে ঐ (বলাৎকারী) লোকটিকে কতল করিবার নির্দেশ দেওয়ার মানে হইল, তাহাকে কঠোরভাবে শাস্তি দিতে হইবে, হত্যা করা উদ্দেশ্য নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান