মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৭১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭১। হযরত ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর যুগে এক মহিলার সঙ্গে জোরপূর্বক যিনা করা হইয়াছিল। ফলে নবী (ﷺ) উক্ত মহিলাটি হইতে হদ্ মউকুফ করিয়াছিলেন এবং যেই পুরুষটি এই কাজ করিয়াছিল, তাহার উপর শাস্তি প্রয়োগ করিয়াছিলেন। তবে তিনি মহিলাটির জন্য মহর সাব্যস্ত করিয়াছিলেন কিনা বর্ণনাকারী তাহা উল্লেখ করেন নাই। – তিরমিযী
كتاب الحدود
وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: اسْتُكْرِهَتِ امْرَأَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَرَأَ عَنْهَا الْحَدَّ وَأَقَامَهُ عَلَى الَّذِي أَصَابَهَا وَلَمْ يُذْكَرْ أَنَّهُ جَعَلَ لَهَا مَهْرًا. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এরূপ ঘটনায় পুরুষের ‘ওকুর' অর্থাৎ, মহরে মিছিল ওয়াজিব হয়। অন্যান্য হাদীস (তিরমিযী) দ্বারা ইহা প্রমাণিত। বিস্তারিত বিবরণের জন্য ফেকাহর কিতাব আলমগিরী ইত্যাদি দ্রষ্টব্য।