মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৬৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৬৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সম্মানী লোকদের হদ্ ব্যতীত সাধারণ ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করিয়া দাও। (হদ্ কাহারও জন্য মার্জনীয় নহে।) — আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أقيلوا ذَوي الهيآت عثراتهم إِلَّا الْحُدُود» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান