মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৬৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৬৭। হযরত ইয়াযীদ ইবনে নুআইম তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, মায়েয নবী (ﷺ)-এর নিকট আসিয়া চারিবার স্বীকার করিলেন (যে, তিনি যিনা করিয়াছেন), অতঃপর হুযূর (ﷺ) তাঁহাকে রজম করিবার নির্দেশ করিয়াছেন। আর তিনি 'হাযযাল'কে বলিলেনঃ যদি তুমি তোমার কাপড় দ্বারা মায়েযের এই অপরাধ বা দোষকে গোপন করিয়া ফেলিতে, তবে উহা হইত তোমার জন্য সবচেয়ে উত্তম কাজ। বর্ণনাকারী ইবনে মুনকাদির বলেন, নবী (ﷺ)-এর খেদমতে আসিয়া উক্ত ঘটনাটি বর্ণনা করার জন্য এই হাযযালই মায়েযকে আদেশ (ও উদ্বুদ্ধ) করিয়াছিলেন। —আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ يَزِيدَ بْنِ نُعَيْمٍ عَنْ أَبِيهِ أَنَّ مَاعِزًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَرَّ عِنْدَهُ أَرْبَعَ مَرَّاتٍ فَأَمَرَ بِرَجْمِهِ وَقَالَ لِهَزَّالٍ: «لَوْ سَتَرْتَهُ بِثَوْبِكَ كَانَ خَيْرًا لَكَ» قَالَ ابْنُ الْمُنْكَدِرِ: إِنَّ هَزَّالًا أَمَرَ مَاعِزًا أَنْ يَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فيخبره. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
মায়ের যেই গোত্রের লোক এই হাযযালও সেই আসলাম গোত্রের লোক। হাযযালের দাসীর সাথেই মায়ের যিনা করিয়াছিলেন এবং সে নিজেই (হাযযালই) আসিয়া হুযূর (ﷺ)কে এ সংবাদটি জানাইয়াছিল। অন্যের দোষ কাপড় দ্বারা গোপন করার মানে হইল, যদি তাহা প্রকাশ হইয়া না পড়ে, তবে উহা বিচারক পর্যন্ত না পৌঁছানই উত্তম। হাদীসঃ