মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৬৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৬৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, মায়েयूল আসলামী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আসিয়া বলিলেন, তিনি যিনা করিয়াছেন। তাহার কথা শুনিয়া হুযূর (ﷺ) অন্য দিকে মুখ ফিরাইয়া নিলেন। তিনি পুনরায় সেই দিকে যাইয়া বলিলেন, তিনি যিনা করিয়াছেন, এইবারও হুযূর (ﷺ) তাহার দিক হইতে মুখ ফিরাইয়া অন্য দিকে নিলেন। কিন্তু তিনি সেই দিকে যাইয়া আবারও বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি যিনা করিয়াছি। অবশেষে যখন তিনি চতুর্থবার ঐ একই কথা পুনরাবৃত্তি করিলেন, এইবার তিনি তাঁহাকে রজম করিবার জন্য হুকুম দিলেন। সেমতে তাঁহাকে 'হাররা' এলাকায় লইয়া যাওয়া হইল এবং সেইখানেই তাঁহাকে পাথর দ্বারা রজম করা হইল। যখন তাঁহার গায়ে পাথরের আঘাত লাগিল, তখন তিনি দৌড়াইয়া পলাইতে লাগিলেন এবং এমন এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন, যাহার হাতে ছিল উটের চোয়ালের হাড্ডি, তৎক্ষণাৎ সে উহার দ্বারা তাঁহাকে আঘাত করিল এবং সঙ্গে সঙ্গে অন্যান্য লোকেরাও তাঁহাকে আঘাত করিল। অবশেষে তিনি মৃত্যুবরণ করিলেন। লোকেরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ঘটনাটি বলিল যে, তিনি পাথরের আঘাতে মৃত্যুভয়ে পলাইতেছিলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা তাহাকে ছাড়িয়া দিলে না কেন ? —তিরমিযী ও ইবনে মাজাহ্, অন্য আরেক রেওয়ায়তে আছে, তোমরা তাহাকে ছাড়িয়া দিলে না। কেন? হয়তো সে তওবা করিত আর আল্লাহ্ তাআলাও তাহার তওবা কবুল করিতেন ।
كتاب الحدود
اَلْفَصْلُ الثَّانِىْ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ مَاعِزٌ الْأَسْلَمِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّه قدْ زَنى فأعرضَ عَنهُ ثمَّ جَاءَ مِنْ شِقِّهِ الْآخَرِ فَقَالَ: إِنَّهُ قَدْ زنى فَأَعْرض عَنهُ ثمَّ جَاءَ من شقَّه الْآخَرِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ زَنى فَأَمَرَ بِهِ فِي الرَّابِعَةِ فَأُخْرِجَ إِلَى الْحَرَّةِ فَرُجِمَ بِالْحِجَارَةِ فَلَمَّا وَجَدَ مَسَّ الْحِجَارَةِ فَرَّ يَشْتَدُّ حَتَّى مَرَّ بِرَجُلٍ مَعَهُ لَحْيُ جَمَلٍ فَضَرَبَهُ بِهِ وَضَرَبَهُ النَّاسُ حَتَّى مَاتَ. فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنه فرحين وَجَدَ مَسَّ الْحِجَارَةِ وَمَسَّ الْمَوْتِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا تَرَكْتُمُوهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةٍ: «هَلَّا تَرَكْتُمُوهُ لَعَلَّه أَن يَتُوب الله عَلَيْهِ»
হাদীসের ব্যাখ্যা:
ইবনুল মালেক বলেন, যেই লোক যিনার স্বীকারোক্তি করিয়াছে, যদি সে পরে এই কথা বলে যে, 'আমি পূর্বে মিথ্যা বলিয়াছি বা আমি যিনা করি নাই' তখন তাহার উপর হইতে 'হদ' রহিত হইয়া যাইবে। আর যদি শাস্তি দেওয়ার সময় অস্বীকার করে, তখন আর অবশিষ্ট শাস্তি দেওয়া যাইবে না। কিন্তু কিছুসংখ্যক ওলামা বলেন, 'হদ' রহিত হইবে না। অন্যথায় মায়ে সম্বন্ধে এই কথা বলিতে হইবে যে, তাঁহার পলায়নের পরেও তাঁহাকে হত্যা করাটা قتل خطاء হইয়াছে, যাহাতে হত্যাকারীদের আত্মীয়দের উপর (দিয়ত) রক্তমূল্য ওয়াজিব হয়। ইহার উত্তর এই যে, এ ক্ষেত্রে তিনি তাঁহার স্বীকারোক্তি হইতে ফিরিয়া গিয়াছেন বলিয়া প্রকাশ পায় নাই ; বরং পাথরের আঘাত অসহ্য হওয়ায় পলায়ন করিয়াছেন এবং 'হদ' লাগার সময় পলায়ন করিলে অবশিষ্ট 'হদ' রহিত হয় না ।