মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৬৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৫৬৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, হে মানুষেরা! তোমরা তোমাদের দাস-দাসীদের উপর (হদ) শাস্তি প্রয়োগ কর; চাই সে বিবাহিত হউক কিংবা অবিবাহিত। কেননা, একবার রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাসী যিনা করিয়াছিল। তাহাকে চাবুক মারার জন্য তিনি আমাকে হুকুম দিয়াছিলেন। ঘটনাক্রমে দাসীটি ছিল সদ্য প্রসূতি। তখন আমার আশংকা হইল, যদি আমি এই অবস্থায় তাহাকে চাবুক লাগাই, তাহা হইলে আমিই তাহাকে হত্যা করিয়া ফেলিব। সুতরাং ব্যাপারটি আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উল্লেখ করিলে তিনি বলিলেন: তুমি উত্তম কাজই করিয়াছ। (অর্থাৎ, এই অবস্থায় তাহাকে শাস্তি না দিয়া ভাল কাজ করিয়াছ।) —মুসলিম আর আবু দাউদের এক রেওয়ায়তে আছে, হুযুর (ছাঃ) বলিলেনঃ তাহার নেফাসের মুদ্দত শেষ না হওয়া পর্যন্ত তুমি তাহাকে ছাড়িয়া দাও। ইহার পর তাহার উপর হদ্ প্রয়োগ কর।
(অতঃপর তিনি সাধারণ বিধান ঘোষণা করিয়া বলিলেন) তোমরা তোমাদের দাস-দাসীদের উপর হদ প্রয়োগ কর (যদি তাহারা সেইমত অপরাধ করে)।
كتاب الحدود
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ أَقِيمُوا عَلَى أَرِقَّائِكُمُ الْحَدَّ مَنْ أُحْصِنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصَنْ فَإِنَّ أَمَةً لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَنَتْ فَأَمَرَنِي أَنْ أَجْلِدَهَا فَإِذَا هِيَ حَدِيثُ عَهْدٍ بِنِفَاسٍ فَخَشِيتُ إِنْ أَنَا جَلَدْتُهَا أَنْ أَقْتُلَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَحْسَنْتَ» . رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: قَالَ: «دَعْهَا حَتَّى يَنْقَطِعَ دَمُهَا ثُمَّ أَقِمْ عَلَيْهَا الْحَدَّ وَأَقِيمُوا الْحُدُودَ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانكُم»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস হইতে স্পষ্ট বুঝা যায়, ঋতুমতী, গর্ভবতী ও প্রসূতি, এই সব অবস্থায় তাহাদের উপর হদ প্রয়োগ করা যায় না। অবশ্য পরে তাহা প্রয়োগ করিতে হইবে। কোন অবস্থায় উহা রহিত হইয়া যাইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান