মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৫৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৫৫৮। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা আমার নিকট হইতে (আল্লাহর বিধান) হাসিল করিয়া লও! তোমরা আমার নিকট হইতে হাসিল করিয়া লও। আল্লাহ্ তাআলা নারীদের জন্য ব্যবস্থা করিয়া দিয়াছেন। আর তাহা হইল এই—কোন যুবক ও যুবতী যিনা করিলে তাহাদেরকে একশত চাবুক মারিতে হইবে ও এক বৎসরের জন্য দেশান্তর করিতে হইবে। আর কোন বিবাহিত পুরুষ ও নারী যিনা করিলে একশত চাবুক মারিবে ও পাথর নিক্ষেপ করিয়া হত্যা করিবে। —মুসলিম
كتاب الحدود
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خُذُوا عَنِّي خُذُوا عَنِّي قَدْ جَعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا: الْبِكْرُ بالبكر جلد مائَة ووتغريب عَام وَالثَّيِّب بِالثَّيِّبِ جلد مائَة وَالرَّجم

হাদীসের ব্যাখ্যা:

যদিও এই হাদীসে রজমের সহিত চাবুক মারার উল্লেখ রহিয়াছে; কিন্তু জমহুর ওলামাদের মতে রজম প্রযোজ্য অপরাধীর বেলায় চাবুক মারার বিধান রহিত হইয়া গিয়াছে। কেননা, নবী (ﷺ) মায়ের ইবনে মালেক ও অন্যান্য বিবাহিতদের উপর শুধুমাত্র রজম প্রয়োগ করিয়াছেন। যদি দুইটির বিধান থাকিত, তাহা হইলে তিনি অবশ্যই উহাও প্রয়োগ করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৫৮ | মুসলিম বাংলা