মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫২০
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২০। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নহে। -বুখারী, মুসলিম আরও অতিরিক্ত বর্ণনা করিয়াছেন, যে আমাদের সাথে প্রতারণা করিল, সে আমাদের অন্তর্ভুক্ত নহে।
وَعَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ البُخَارِيّ وزادَ مُسلم: «ومنْ غشَّنا فليسَ منَّا»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, কোন খাঁটি মুসলমান এরূপ কাজ করিতে পারে না। সুতরাং মুসলমান হইয়াও যদি কেহ এই ধরনের কাজ করে, তবে বুঝা যাইবে যে, সে ইসলামের রীতিনীতিকে বিসর্জন দিয়াছে।
