মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫১৮
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিয়াছেন তোমাদের কেহ যেন তাহার ভাইয়ের প্রতি অস্ত্রের দ্বারা ইংগিত না করে। কেননা, সে জানে না, হয়তো শয়তান তাহার অস্ত্রটির দ্বারা ঐ ব্যক্তির উপর আঘাত করাইয়া দিতে পারে। ফলে সে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হইবে। -মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلَاحِ فَإِنَّهُ لَا يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ فَيَقَعُ فِي حُفْرَة من النَّار»
হাদীসের ব্যাখ্যা:
এইভাবে অস্ত্র লইয়া হাসি ঠাট্টা করা নিষিদ্ধ। কেননা, শয়তান সর্বদা কোন মুসলমানের দ্বারা এইরূপ কিছু অঘটন ঘটাইবার সুযোগ সন্ধানে তৎপর থাকে।
