মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৫৯
প্রথম অনুচ্ছেদ
৩৪৫৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, জনৈক ইহুদী একটি বালিকার মাথা দুইটি পাথরের মধ্যে রাখিয়া মারাত্মকভাবে ছেঁচিয়া দিয়াছিল। বালিকাটিকে জিজ্ঞাসা করা হইল, কে তোমাকে এইরূপ করিয়াছে? অমুক না অমুক? অবশেষে যখন সেই ইহুদীর নাম উল্লেখ করা হইল, তখন সে তাহার মাথা নাড়িয়া সম্মতি জানাইল। অতঃপর সেই ইহুদীকে আনা হইলে সে নিজের দোষ স্বীকার করিল। এইবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার (ইহুদীর) মাথাটিও পাথর দ্বারা চূর্ণ করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। সুতরাং তাহার মাথাটিও পাথর দ্বারা চূর্ণ করা হইল। — মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ: أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ فَقِيلَ لَهَا: مَنْ فَعَلَ بِكِ هَذَا؟ أَفُلَانٌ؟ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا فَجِيءَ بِالْيَهُودِيِّ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম শাফেয়ী, আহমদ, মালেক, আবু ইউসুফ ও মুহাম্মদ (রঃ)-সহ অধিকাংশ ওলামাদের অভিমত হইল এই যে, ভারী পাথর ইত্যাদি দ্বারা হত্যা করা হইলেও কেসাসস্বরূপ হত্যাকারীকে কতল করা ওয়াজিব। এই হাদীস তাঁহাদের সমর্থনে দলীল। কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) বলেন, এই জাতীয় জিনিস দ্বারা হত্যা করিলে একশত উট (দিয়তস্বরূপ) ওয়াজিব হইবে। তাহাকে কতল করা যাইবে না। তবে এইখানে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তই ইহুদীকে হত্যা করা হইয়াছে, কেসাসস্বরূপ নহে। বিচারক ইচ্ছা করিলে প্রয়োজনে এইরূপ কঠোরতা অবলম্বন করিতে পারেন। আবার কেহ কেহ এই কথাও বলিয়াছেন যে, ইহুদীদের সহিত শান্তি-শৃঙ্খলার যে চুক্তি করা হইয়াছিল, উক্ত চুক্তি ভঙ্গ করার কারণে তাহাকে হত্যা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৫৯ | মুসলিম বাংলা