মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৩১
১. প্রথম অনুচ্ছেদ - মান্নত
৩৪৩১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিলেন, এক বৃদ্ধ তাহার দুই পুত্রের কাধের উপর ভর করিয়া চলিতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এই লোকটির কি হইয়াছে? লোকেরা বলিল, সে মান্নত করিয়াছে যে, বায়তুল্লাহ্ (শরীফ) পর্যন্ত পায়ে হাটিয়া যাইবে। এই কথা শুনিয়া তিনি বলিলেন : আল্লাহ্ তা'আলার আদৌ প্রয়োজন নাই যে, এই ব্যক্তি তাহার স্বীয় প্রাণকে কষ্ট দেউক। অতঃপর তিনি তাহাকে সওয়ারীতে আরোহণ করিবার জন্য নির্দেশ করিলেন। —মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ فَقَالَ: «مَا بَالُ هَذَا؟» قَالُوا: نَذَرَ أَنْ يَمْشِيَ إِلَى بَيت الله قَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى عَنْ تَعْذِيبِ هَذَا نَفسه لَغَنِيّ» . وَأمره أَن يركب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৩১ | মুসলিম বাংলা