মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪২৯
১. প্রথম অনুচ্ছেদ - মান্নত
৩৪২৯। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মান্নতের কাফ্ফারা কসমের কাফ্ফারার মতই। —মুসলিম
وَعَن عقبَة بن عَامر عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ الْيَمِينِ» . رَوَاهُ مُسْلِمٌ
