মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৯৮
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯৮। হযরত সফীনা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত উম্মে সালামার মালিকানাধীন ক্রীতদাস ছিলাম। একদিন তিনি আমাকে বলিলেন, আমি তোমাকে এই শর্তে আযাদ করিব যে, তুমি যতদিন জীবিত থাকিবে ততদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমত করিবে। তখন আমি বলিলাম, এই শর্ত আরোপের আদৌ প্রয়োজন নাই। আপনি এই শর্ত আরোপ না করিলেও আমি যতদিন জীবিত থাকিব, ততদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহচর্য হইতে বিচ্ছিন্ন থাকিব না। অতঃপর তিনি আমাকে মুক্ত করিয়া দিলেন এবং নবী (ﷺ)-এর খেদমত করার শর্তটি আমার উপর আরোপ করিলেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب العتق
وَعَن سفينة قَالَ: كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدُمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ فَقُلْتُ: إِنْ لَمْ تَشْتَرِطِي عَلَيَّ مَا فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتُ فَأَعْتَقَتْنِي وَاشْتَرَطَتْ عَلَيَّ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ