আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪১৪০
২১৯৭. আনমারের যুদ্ধ
৩৮৩৪। আদম (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম (ﷺ)- কে আনমার যুদ্ধে সওয়ারীতে আরোহণ করে মাশরিকের দিকে (পূর্ব দিকে) মুখ করে নফল নামায আদায় করতে দেখেছি।
