মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৫৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৫৪। হযরত আমর ইবনে শোআয়ব তাহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, তাঁহার দাদা বলিয়াছেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযূর, আমার মাল আছে, আর আমার বাপ আমার মালের প্রতি মোহ্তাজ। হুযূর বলিলেন, তুমি ও তোমার মাল তোমার বাপের। জানিয়া রাখ তোমাদের সন্তানেরা তোমাদের উত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাও । —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ لِي مَالًا وَإِنَّ وَالِدِي يَحْتَاجُ إِلَى مَالِي قَالَ: «أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلَادَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ كُلُوا مِنْ كَسْبِ أَوْلَادِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ ماجة

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, সন্তানের ছোটকালের ব্যয়ভার বহন করা যেমন বাপের উপর ওয়াজিব, তেমন মোহতাজ বাপের ব্যয়ভার বহন করাও সন্তানের উপর ওয়াজিব। আর মোহতাজ মায়ের ব্যয়ভার বহন করা আরও জরুরী। কেননা, সন্তানের প্রতি মায়ের দান আরও অধিক, তাঁহার অসহায়তা বেশী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান