মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৫১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৫১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি আবুল কাসেম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি তাহার গোলামকে কুকর্মের অপবাদ দেয়, অথচ সে তাহার আরোপিত অপবাদ হইতে মুক্ত, কিয়ামতের দিন তাহাকে (মনিবকে চাবুক মারা হইবে। অবশ্য যদি ঘটনা অনুরূপ হয় যেইরূপ সে বলিয়াছে, তখন সে (সাজা হইতে) রেহাই পাইবে। —মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قَذَفَ مَمْلُوكَهُ وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ جُلِدَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান