মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৪৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই গোলামের জন্য কতই না সৌভাগ্যের ব্যাপার, যাহাকে আল্লাহ্ তা'আলা নিজের মনিবের খেদমত এবং আল্লাহর এবাদত করা অবস্থায় মৃত্যু দান করেন, সে কতই না ভাগ্যবান। -মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعِمَّا لِلْمَمْلُوكِ أَنْ يَتَوَفَّاهُ اللَّهُ بِحُسْنِ عِبَادَةِ رَبِّهِ وَطَاعَة سَيّده نعما لَهُ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, প্রকৃত মনিব আল্লাহ্ এবং দুনিয়াবী মনিব যাহার সে গোলাম, উভয়ের হক্ যথাযথভাবে আঞ্জাম দেওয়া অবস্থায় যে গোলাম মৃত্যুবরণ করিয়াছে, তাহার জীবন সার্থক।