মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৩৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৬। তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলিয়াছেন, যে কোন নারীকে তালাক দেওয়া হয়, অতঃপর তাহার এক কি দুই হায় গোজারে, তৎপর হায় বন্ধ হইয়া যায়, তবে সে নয় মাস অপেক্ষা করিবে (এবং গর্ভ সঞ্চার হইয়াছে কিনা দেখিবে)। যদি গর্ভ প্রকাশ পায়, তবে তো ভাল (অর্থাৎ, প্রসবই ইদ্দত হইবে), অন্যথায় সে নয় মাসের পর আরও তিন মাস ইদ্দত পালন করিবে; অতঃপরই তাহার ইদ্দত শেষ হইবে। —মালেক
كتاب النكاح
وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَيُّمَا امْرَأَةٍ طُلِّقَتْ فَحَاضَتْ حَيْضَةً أَوْ حَيْضَتَيْنِ ثُمَّ رُفِعَتْهَا حيضتُها فإنَّها تنتظِرُ تسعةَ أشهرٍ فإنْ بانَ لَهَا حَمْلٌ فَذَلِكَ وَإِلَّا اعْتَدَّتْ بَعْدَ التِّسْعَةِ الْأَشْهَرِ ثلاثةَ أشهرٍ ثمَّ حلَّتْ. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
পরে আরও তিন মাস ইদ্দত পালন করিবে— কেননা, তাহার ঋতু আসা বন্ধ হইয়া গিয়াছে বলিয়া বুঝিতে হইবে, আর ঋতু বন্ধ নারীর ইদ্দত তিন মাস