মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩২৫। বিবি আয়েশা (রাঃ) বলেন, ফাতেমা এক নির্জন স্থানে ছিল, তাই তাহার সম্পর্কে ভয় করা হইতেছিল। এ কারণেই নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অন্য ঘরে যাইয়া ইদ্দত পালন করার অনুমতি দিলেন। (সে আবাস পাইবে না এজন্য নহে।) অপর বর্ণনায় আছে, একদা আয়েশা বলিলেন, ফাতেমার কি হইল, সে যে বলে, তালাকপ্রাপ্তা নারী আবাস ও খোরপোষ পাইবে না---- এ ব্যাপারে সে আল্লাহকে কেন ভয় করে না ? – বোখারী
كتاب النكاح
وَعَن عائشةَ قَالَتْ: إِنَّ فَاطِمَةَ كَانَتْ فِي مَكَانٍ وَحِشٍ فَخِيفَ عَلَى نَاحِيَتِهَا فَلِذَلِكَ رَخَّصَ لَهَا النَّبِيُّ صلى الله عَلَيْهِ وَسلم تَعْنِي النُّقْلَةِ وَفِي رِوَايَةٍ: قَالَتْ: مَا لِفَاطِمَةَ؟ أَلَا تَتَّقِي اللَّهَ؟ تَعْنِي فِي قَوْلِهَا: لَا سُكْنَى وَلَا نَفَقَة. رَوَاهُ البُخَارِيّ