মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২৩। বিবি হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক রাত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার নিকট হইতে বাহির হইয়া গেলেন ! আয়েশা বলেন, ইহাতে আমার গায়রত হইল। অতঃপর তিনি আসিলেন এবং দেখিলেন, আমি কি করিতেছি। তিনি বলিলেনঃ তোমার কি হইয়াছে আয়েশা, তোমার কি গায়রত আসিয়াছে ? আমি বলিলাম, আমার মত মানুষ আপনার মত মানুষের প্রতি কেন গায়রত করিবে না? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, নিশ্চয় তোমার শয়তান তোমার নিকট আসিয়াছে। আয়েশা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার সাথে কি শয়তান আছে? তিনি বলিলেন, হ্যাঁ। তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার সাথেও কি আছে ? তিনি বলিলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ্ আমাকে তাহার বিরুদ্ধে সাহায্য করিয়াছেন, ফলে আমি তাহা হইতে নিরাপদে থাকি। —মুসলিম
كتاب النكاح
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا لَيْلًا قَالَتْ: فَغِرْتُ عَلَيْهِ فَجَاءَ فَرَأَى مَا أَصْنَعُ فَقَالَ: «مَا لَكِ يَا عَائِشَةُ أَغِرْتِ؟» فَقُلْتُ: وَمَا لِي؟ لَا يَغَارُ مِثْلِي عَلَى مِثْلِكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ جَاءَكِ شَيْطَانُكِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَمْعِي شَيْطَانٌ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَمَعَكَ يَا رَسُولَ الله؟ قَالَ: «نعم وَلَكِن أعانني علَيهِ حَتَّى أسلَمَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
একবার হুযূর শা'বান মাসের চৌদ্দ তারিখ মধ্য রাত্রিতে বিবি আয়েশার বিছানা হইতে উঠিয়া বাকী কবরস্থান যেয়ারত করিতে গেলেন, আয়েশা ভাবিলেন, তিনি বোধহয় তাঁহার অন্য কোন বিবির ঘরে গিয়াছেন। তাই তিনি হুযুরের অনুসন্ধানে বাহির হইলেন। হুযূর বাকী হইতে ফিরিয়াছেন দেখিয়া দৌড়িয়া আসিয়া বিছানা গ্রহণ করিলেন এবং হাপাইতে লাগিলেন। তখন হুযূর তাঁহাকে অবস্থা জিজ্ঞাসা করিলেন। আয়েশা বলিলেন, 'আমার মত মানুষ' – অর্থাৎ, আমার মত আসক্তা নারী আপনার মত সুপুরুষ ও নবীর প্রতি কেন 'গায়রত' করিব না ? তখন হুযূর বলিলেন, আয়েশা! তোমার শয়তান আসিয়াছিল—অর্থাৎ, শয়তানই তোমাকে বলিয়াছিল, আমি অন্য ঘরে গিয়াছি। না হয় আমি তোমার প্রতি অন্যায় করিব এই সন্দেহ করার কোন কারণই নাই।