মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩২১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২১। সেই হযরত আমর ইবনে শোআয়ব (রঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ চারি রকমের নারী আর তাহাদের স্বামীদের মধ্যে ‘লেআন' নাই। মুসলমানের অধীন নসরানী নারী, মুসলমানের অধীন ইহুদী নারী, গোলামের অধীন স্বাধীনা নারী এবং স্বাধীন পুরুষের অধীনা বাঁদী। —ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرْبَعٌ مِنَ النِّسَاءِ لَا مُلَاعَنَةَ بَيْنَهُنَّ: النَّصْرَانِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْيَهُودِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْحُرَّةُ تَحْتَ الْمَمْلُوكِ وَالْمَمْلُوكَةُ تَحْتَ الْحُرِّ . رَوَاهُ ابْنُ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান