মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩১৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩১৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযুর! আমার এক স্ত্রী রহিয়াছে, যে কাহাকেও ফিরায় না। নবী করীম (ﷺ) বলিলেনঃ তাহাকে ছাড়িয়া দাও। সে বলিল, আমি তাহাকে বড় ভালবাসি। তিনি বলিলেন, তবে তাহাকে সংযত করিয়া রাখ। –আবু দাউদ ও নাসায়ী। নাসায়ী বলেন, হাদীসটিকে কোন রাবী ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছাইয়াছেন। আর কেহ পৌঁছান নাই। সুতরাং ইহা মুত্তাসিল নহে।
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن لِي امْرَأَةً لَا تَرُدُّ يَدَ لَامِسٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلِّقْهَا» قَالَ: إِنِّي أُحِبُّها قَالَ: «فأمسِكْهَا إِذا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ النَّسَائِيُّ: رَفَعَهُ أَحَدُ الرُّوَاةِ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَحَدُهُمْ لَمْ يرفعهُ قَالَ: وَهَذَا الحَدِيث لَيْسَ بِثَابِت
হাদীসের ব্যাখ্যা:
কাহাকেও ফিরায় না—অর্থাৎ, সকলকে দেহ দান করে। এইরূপ নারীকে সংযত করিতে না পারিলে ছাড়িয়া দেওয়াই বিধেয়। অন্যথায় গোনাহ্গার হইবে।