মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩১১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩১১। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বেদুইন আসিয়া বলিল, হুযুর আমার স্ত্রী এক কালো ছেলে প্রসব করিয়াছে। আমি তাহাকে আমার ছেলে বলিয়া অস্বীকার করি। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রশ্ন করিলেন, তোমার উট আছে কি? সে বলিল, হ্যাঁ, আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, উহাদের রং কি ? সে বলিল, উহারা লাল। তিনি পুনঃ জিজ্ঞাসা করিলেন, উহাতে কি কোন লাল-কালো মিশান উট আছে? সে বলিল, হ্যাঁ, উহাতে লাল কালো মিশান কয়েকটি উট আছে। তখন তিনি প্রশ্ন করিলেন, তোমার ধারণা কি, ঐগুলিতে এই রং কোথা হইতে আসিল? সে বলিল, ইহা (উপরের) বংশের টান। এই বংশে এইরূপ কোন উট ছিল। তখন তিনি বলিলেন, তবে সম্ভবত ইহাও বংশের টান— তোমার উপরের বংশে কেহ এইরূপ ছিল। রাবী বলেন, মোটকথা, তিনি তাহাকে সন্তান অস্বীকার করিতে অনুমতি দিলেন না। মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْهُ أَنَّ أَعْرَابِيًّا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إنَّ امْرَأَتي ولدَتْ غُلَاما أسودَ وَإِنِّي نكرته فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ قَالَ: «هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟» قَالَ: إِنَّ فِيهَا لَوُرْقًا قَالَ: «فَأَنَّى تُرَى ذَلِكَ جَاءَهَا؟» قَالَ: عِرْقٌ نَزَعَهَا. قَالَ: «فَلَعَلَّ هَذَا عِرْقٌ نَزَعَهُ» وَلَمْ يُرَخِّصْ لَهُ فِي الِانْتِفَاءِ مِنْهُ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, নিশ্চিত না হইয়া সন্দেহজনক কোন কারণে সস্তান অস্বীকার করা যায় না। ইহা তাহার মায়ের প্রতি বড় গুরুতর দোষারোপ। তবে স্বামীর সহবাস ব্যতীত অথবা ছয় মাসের পূর্বে যদি সন্তান প্রসব করে তাহাকে অস্বীকার করা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান