মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৯৯
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৯। তাবেয়ী আবু সালামা হইতে বর্ণিত আছে যে, সাহাবী সালমান ইবনে সাখর— যাঁহাকে সালামা ইবনে সাথ বায়াযীও বলা হয়—তিনি রমযান শেষ হওয়া পর্যন্ত সময়ের জন্য আপন স্ত্রীকে মায়ের মত বলিলেন; কিন্তু যখন রমযান অর্ধেক গোজারিল, তিনি এক রাত্রে তাহার সহিত সহবাস করিয়া বসিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাইয়া তাঁহাকে ইহা জানাইলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে একটি গোলাম আযাদ করিতে বলিলেন। সালমান বলিলেন, “এ সামর্থ্য আমার নাই।” হুযূর বলিলেন, “তাহা হইলে তুমি এক সাথে দুই মাস রোযা রাখ।” তিনি বলিলেন, “ এ ক্ষমতাও আমার নাই।” হুযূর (ﷺ) বলিলেন, “তাহা হইলে তুমি ৬০ জন মিসকীনকে খাওয়াও।” তিনি আরয করিলেন, “এই ক্ষমতাও আমার নাই।” তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফারওয়া ইবনে আমরকে বলিলেন, “তাহাকে ঐ 'আরকটি' দিয়া দাও” –রাবী বলেন, 'আরক' হইল পনর কি ষোল ‘ছা' ধরে মত একটি ঝুড়ি—সে যেন ইহা দ্বারা ৬০ জন মিসকীনকে খাওয়ায়। —তিরমিযী।
وَعَن أبي سلمةَ: أَنَّ سَلْمَانَ بْنَ صَخْرٍ وَيُقَالُ لَهُ: سَلَمَةُ بْنُ صَخْرٍ الْبَيَاضِيُّ جَعَلَ امْرَأَتَهُ عَلَيْهِ كَظَهْرِ أُمِّهِ حَتَّى يَمْضِيَ رَمَضَانُ فَلَمَّا مَضَى نِصْفٌ مِنْ رَمَضَانَ وَقَعَ عَلَيْهَا لَيْلًا فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ لَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْتِقْ رَقَبَةً» قَالَ: لَا أَجِدُهَا قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لَا أَسْتَطِيعُ قَالَ: «أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لَا أَجِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَرْوَةَ بْنِ عَمْرٍو: «أَعْطِهِ ذَلِكَ الْعَرَقَ» وَهُوَ مِكْتَلٌ يَأْخُذُ خَمْسَةَ عَشَرَ صَاعًا أَوْ سِتَّةَ عَشَرَ صَاعا «ليُطعِمَ سِتِّينَ مِسْكينا» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

৬০ ‘ছা'তে এক ‘ওছক' হয়। এক 'ছা' তিন সের নয় ছটাক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৯৯ | মুসলিম বাংলা