মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৮৯
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮৯। বিবি হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বাঁদীর তালাক দুইটি এবং তাহার ইদ্দত দুই হায়য। —তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَعِدَّتُهَا حَيْضَتَانِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

স্বাধীনা নারীর শেষ ও চরম তালাক তিন তালাক। বাদীর শেষ তালাক দুই তালাক এবং স্বাধীনা নারীর পূর্ণ ইদ্দত তিন হায় আর বাদীর দুই হায়য। ইহাতে বুঝা গেল যে, ইদ্দত হায়য, ‘তোহর' নহে, যাহা ইমাম শাফেয়ী (রঃ) বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান