মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৭২
১০. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, কোন্ (স্বভাবের) মহিলা উত্তম? তিনি বলিলেনঃ যখন স্বামী তাহার দিকে তাকায় তখন সে তাহাকে আনন্দ দেয় এবং যখন তাহাকে কোন কাজের নির্দেশ দেয় তখন সে উহা যথাযথ পালন করে। আর সে নিজের ব্যাপারে এবং তাহার মাল-সম্পদের ব্যাপারে এমন কোন কাজ করে না যাহা স্বামী নাপছন্দ করে। —নাসায়ী, বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيْ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ: «الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَلَا مَالِهَا بِمَا يَكْرَهُ» . رَوَاهُ النَّسَائِيُّ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان
