মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৬৫
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৬৫। বিবি আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তবুক অথবা হুনাইন যুদ্ধ (রাবীর সন্দেহ) হইতে মদীনা আগমন করিলেন; আর তখন তাঁহার ঘরের বারান্দায় একদিকে পর্দা টানানো ছিল। এসময় বাতাস বহিল আর পর্দার অপর দিক হইতে আয়েশার খেলার পুতুল প্রকাশিত হইয়া পড়িল। হুযূর (ﷺ) বলিলেনঃ আয়েশা, ইহা কি ? তিনি বলিলেন, আমার পুতুল। আয়েশা বলেন, হুযূর ইহাদের মধ্যখানে এক ঘোড়া দেখিলেন, যাহার নেকড়া নির্মিত দুইটি ডানা ছিল। হুযুর জিজ্ঞাসা করিলেন, ইহাদের মধ্যখানে যে দেখিতেছি ইহা কি? তিনি বলিলেন, ঘোড়া। হুযূর বলিলেন, ইহার উপরে যে দেখিতেছি তাহা কি? আয়েশা বলেন, আমি বলিলাম, দুইটি ডানা। হুযূর বলিলেন, ঘোড়া, আবার তার দুইটি ডানা! আয়েশা বলিলেন, আপনি কি শুনেন নাই, হযরত সোলায়মানের ঘোড়ার ডানা ছিল? আয়েশা বলেন, ইহা শুনিয়া হুযূর হাসিয়া দিলেন, যাহাতে তাঁহার ভিতরের দাঁতসমূহ দেখা গেল। – আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ غَزْوَة تَبُوك أَو حنين وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» قَالَتْ: بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ: «مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ؟» قَالَتْ: فَرَسٌ قَالَ: «وَمَا الَّذِي عَلَيْهِ؟» قَالَتْ: جَنَاحَانِ قَالَ: «فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟» قَالَتْ: أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হুনাইন যুদ্ধ ৮ম হিজরী সনে মক্কা বিজয়ের সাথে সাথে আর তবুক যুদ্ধ ৯ম হিজরীতে সংঘটিত হয়। তখন বিবি আয়েশার বয়স ১৭ বছর, সে বয়সে পুতুল খেলা সাজে না বলিয়া মনে হয়! ঘটনাটি হয়ত বদর বা খায়বর যুদ্ধের পরই ঘটিয়াছিল। রাবী উহাকে ভুলে হুনাইন বা তবুক বলিয়াছেন।
