মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৫৭
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৫৭। ত্বলক্ব ইবনু ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোনো স্বামী নিজ প্রয়োজনে স্বীয় স্ত্রীকে ডাকলে, সে যেন তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার পাশে (গৃহকর্মীর কাজে) ব্যস্ত থাকে। তিরমিযী
وَعَنْ طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا الرَّجُلُ دَعَا زَوْجَتَهُ لِحَاجَتِهِ فَلْتَأْتِهِ وَإِنْ كَانَتْ عَلَى التَّنور» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
১. 'আবশ্যক'—অর্থে এখানে যৌন আবশ্যককেই বুঝাইয়াছে।
২. এ হাদীছে স্বামীর আদেশ পালন যে কত গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য বলা হয়েছে যে, স্ত্রী যদি চুলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে আর এ অবস্থায় স্বামী নিজ প্রয়োজনে তাকে ডাকে, তখন রান্নাবান্নার কাজ বন্ধ করে তার ডাকে সাড়া দিতে হবে। নিজ প্রয়োজন বলতে এমন কোনও প্রয়োজন বোঝানো হয়েছে, স্ত্রীর কাছে যা পাওয়ার অধিকার স্বামীর আছে। তার মানে অধিকারবহির্ভূত কোনও ব্যাপারে ডাকলে সে ক্ষেত্রে সাড়া দেওয়া জরুরি হবে না। এমনিভাবে শরীআত-বিরোধী কোনও কাজ করতে বললেও তা মানবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
২. এ হাদীছে স্বামীর আদেশ পালন যে কত গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য বলা হয়েছে যে, স্ত্রী যদি চুলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে আর এ অবস্থায় স্বামী নিজ প্রয়োজনে তাকে ডাকে, তখন রান্নাবান্নার কাজ বন্ধ করে তার ডাকে সাড়া দিতে হবে। নিজ প্রয়োজন বলতে এমন কোনও প্রয়োজন বোঝানো হয়েছে, স্ত্রীর কাছে যা পাওয়ার অধিকার স্বামীর আছে। তার মানে অধিকারবহির্ভূত কোনও ব্যাপারে ডাকলে সে ক্ষেত্রে সাড়া দেওয়া জরুরি হবে না। এমনিভাবে শরীআত-বিরোধী কোনও কাজ করতে বললেও তা মানবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
২. ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
