মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২২১
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২১। হযরত সফীনা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা এক ব্যক্তি হযরত আলী ইবনে আবু তালেবের মেহমান হইল। তিনি তাহার জন্য খানা প্রস্তুত করিলেন। এসময় বিবি ফাতেমা (রাঃ) বলিলেন, যদি আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দাওয়াত দিতাম এবং তিনি আমাদের সাথে খাইতেন—ভাল হইত। সুতরাং তাহারা তাঁহাকে দাওয়াত দিলেন আর সেমতে তিনি আসিলেন এবং দরজার দুই পার্শ্বের দুই চৌকাঠের উপর দুই হাত রাখিয়া দাঁড়াইলেন, দেখিলেন, ঘরের একদিকে একটি নকশা করা কাপড় লটকানো হইয়াছে। ইহাতে তিনি ফিরিয়া গেলেন। বিবি ফাতেমা বলেন, আমি তাঁহার পিছনে ছুটিলাম এবং যাইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। কি কারণে আপনি ফিরিয়া আসিলেন? তখন তিনি বলিলেনঃ আমার অথবা কোন নবীর পক্ষে কোন নকশা করা ঘরে প্রবেশ করা উচিত নহে। —আহমদ ও ইবনে মাজাহ্
وَعَنْ سَفِينَةَ: أَنَّ رَجُلًا ضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ: لَوْ دَعَوْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَ مَعَنَا فَدَعَوْهُ فَجَاءَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى عِضَادَتَيِ الْبَابِ فَرَأَى الْقِرَامَ قَدْ ضُرِبَ فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ. قَالَتْ فَاطِمَةُ: فَتَبِعْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا رَدَّكَ؟ قَالَ: «إِنَّهُ لَيْسَ لِي أَوْ لِنَبِيٍّ أَنْ يَدْخُلَ بَيْتا مزوقا» . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল, (১) ঘরকে নকশা-নেগার দ্বারা সাজানো শরীআতের দৃষ্টিতে পছন্দনীয় নহে। ইহা মানুষের দুনিয়ার মোহে ডুবিয়া যাওয়ার লক্ষণ। (২) দাওয়াতী বাড়ীতে কোন শরীঅতবিরোধী বিষয় দেখিলে তথায় অবস্থান করা উচিত নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান