মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২১৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৪। সেই হযরত আনাস (রাঃ) বলেন, খায়বর হইতে ফিরিবার কালে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর ও মদীনার মধ্যবর্তীস্থলে তিন দিন অবস্থান করিলেন এবং তথায়ই সফিয়াকে তাঁহার নিকট আনা হইল, (তিনি ওলীমা করিলেন) আর আমি মুসলমানদিগকে তাহার ওলীমার জন্য দাওয়াত করিলাম। সে ওলীমায় রুটি-গোশত কিছুই ছিল না। উহার জন্য হুযূর (ছাঃ) শুধু চামড়ার দস্তরখান বিছাইতে নির্দেশ দিলেন আর তাহা বিছান হইল। অতঃপর উহার উপর খেজুর, পনীর ও ঘি ঢালিয়া দেওয়া হইল। -বোখারী
كتاب النكاح
وَعَنْهُ قَالَ: أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ وَمَا كَانَ فِيهَا إِلَّا أَن أمربالأنطاع فَبُسِطَتْ فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান