মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১১৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১৬। বিবি উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তিনি ও বিবি মায়মুনা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ছিলেন। হঠাৎ ইবনে উম্মে মাকতুম তাঁহার নিকট আসিয়া পৌঁছিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা পর্দা কর। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্, সে কি অন্ধ নহে? সে তো আমাদিগকে দেখিতেছে না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তোমরা কি অন্ধ যে তাহাকে দেখিতেছ না? –আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ أُمِّ سَلَمَةَ: أَنَّهَا كَانَتْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَيْمُونَةُ إِذْ أقبل ابْن مَكْتُومٍ فَدَخَلَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَجِبَا مِنْهُ» فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ هُوَ أَعْمَى لَا يُبْصِرُنَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا؟ أَلَسْتُمَا تُبْصِرَانِهِ؟» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস হইতে বুঝা যায়, মেয়েরা কখনও পুরুষদেরে দেখিতে পারিবে না, কিন্তু অপরাপর হাদীস হইতে বুঝা যায়, মেয়েরা কুনজরে ছাড়া পুরুষদেরে দেখিতে পারিবে। কাহারও মতে হাদীসটির বিশুদ্ধতা সম্পর্কে বিতর্ক রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান