মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১১১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১১। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ তাহার দাসকে তাহার দাসী বিবাহ করাইয়া দেয়, তখন সে যেন আর কখনও তাহার আবরণীয় অঙ্গের প্রতি নজর না করে। অপর বর্ণনায় রহিয়াছে, (অর্থাৎ) সে যেন আর কখনও তাহার নাভির নীচের এবং হাঁটুর উপরের অঙ্গের প্রতি নজর না করে। –আবু দাউদ
كتاب النكاح
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَمَتَهُ فَلَا يَنْظُرَنَّ إِلَى عَوْرَتِهَا» . وَفِي رِوَايَةٍ: «فَلَا يَنْظُرَنَّ إِلَى مَا دُونُ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
বিবাহের পূর্বে মালিক আপন দাসীর পূর্ণ শরীর দেখিতে পারিত এবং তাহার সাথে সহবাসও করিতে পারিত। (বিস্তারিত বিবরণ পরে আসিবে।)