মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১০৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০৮। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক স্ত্রীলোককে দেখিলেন এবং সে তাঁহার নিকট ভাল লাগিল। অতএব, তিনি আপন স্ত্রী সওদার নিকট গেলেন, তখন তিনি একটা খোশবু তৈয়ার করিতেছিলেন এবং তাঁহার নিকট আরও কতিপয় স্ত্রীলোক ছিল। তাহারা তাঁহার (হুযুরের) জন্য ঘর খালি করিয়া দিল এবং তিনি তাহার আবশ্যক পূর্ণ করিলেন। অতঃপর বলিলেনঃ যখন কোন ব্যক্তি কোন স্ত্রীলোককে দেখে আর সে তাহার নিকট ভাল লাগে, তখন সে যেন আপন স্ত্রীর নিকট যায়। কেননা, তাহার নিকটও তাহা রহিয়াছে যাহা উহার নিকট রহিয়াছে। —দারেমী
كتاب النكاح
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً فَأَعْجَبَتْهُ فَأَتَى سَوْدَةَ وَهِيَ تَصْنَعُ طِيبًا وَعِنْدَهَا نِسَاءٌ فَأَخْلَيْنَهُ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ: «أَيُّمَا رَجُلٍ رَأَى امْرَأَةً تُعْجِبُهُ فَلْيَقُمْ إِلَى أَهْلِهِ فَإِنَّ مَعَهَا مثل الَّذِي مَعهَا» . رَوَاهُ الدَّارمِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান